মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে যৌথবাহিনীর সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে মাগুরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সেনাবাহিনীর মাগুরা সদর ক্যাম্প টিম, ভোক্তা অধিকার অফিসার সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আলমখালী বাজারে অনিয়মের দায়ে মাংশের দোকান, মুদি দোকান, কৃষি পণ্য দোকানসহ ৬টি দোকানে জরিমানা করা হয়েছে।
অনিয়মের দায়ে এই ৬টি প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনিয়মের খবরে এভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।