35.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

মাগুরায় সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দুই নবজাতক

মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দুই জন সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দু’টি ফুটফুটে নবজাতক পুত্র সন্তান। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে রক্তের জন্য ক্যাম্পে এসে রক্তের প্রয়োজনের কথা জানালে তাৎক্ষণিক সেনাসদস্য রক্ত দান করতে আগ্রহী হন।


জানা গেছে, মাগুরা সদর উপজেলার মো: সজিব হুসাইন (২৮), নিরাশ মুখে সেনাক্যাম্পে এসে জানান যে, তাঁর গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরী ভিত্তিতে দুই ব্যাগ রক্ত প্রয়োজন, যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।

এই মর্মস্পর্শী পরিস্থিতিতে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনাসদস্যরা তৎক্ষণাৎ সাড়া দেন। এমতাবস্থায় দুইজন স্বেচ্ছাসেবী সেনাসদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয় এবং রক্তদান সম্পন্ন করে। এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং মো: সজিব হুসাইন এর ঘরে জন্ম নেয় দু’টি সুস্থ জমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন।

পড়ুন : মাগুরার সেই শিশুটির পরিবারের সহায়তার দায়িত্ব নিল দুই মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন