মাগুরায় কোটা সংস্কারপন্থী সন্দেহে সাত জনকে আটক করে থানায় দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। আজ বুধবার দুপুরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা সদর থানায় নিয়েছে পুলিশ।
দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটে জেলা ছাত্রলীগ তল্লাশি শুরু করে। এ সময় বিভিন্ন কলেজের ছাত্র ইয়ামিন সাকিব, রাজন হোসেন, ফয়সাল আহমেদ, আশিকুজ্জামান হৃদয়, তানজিম হাসান, জুয়েল রানা ও তামিমুল ইসলাম কে আটক করে পুলিশে দেয় তারা।
এ সময় আবাসিক হলের ছাত্র-ছাত্রীদেরকে হল ছেড়ে যেতে বাধ্য করে জেলা ছাত্রলীগ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, ছাত্রলীগ কোটা সংস্কারপন্থী সন্দেহে সরকারি কলেজ গেট থেকে সাতজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।