১৪/০১/২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে ভাড়া কৃত একটি ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভাড়াকৃত অফিসের মালিক জানান, গভীর রাতে আগুনের ধোয়া দেখে তারা চিৎকার করলে আশেপাশের থেকে লোকজন ছুটে আসে আগুন নিভাতে। কিন্তু তার আগেই অফিসের ভিতরে থাকা চেয়ার টেবিল সহ অফিসের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি টিম ছুটে আসে আগুন নিভাতে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় অফিসের আসবাবপত্র।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিল্লাল মৃধা জানান, গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে খবর পেয়ে তারা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখেন অফিসের ভিতরে কাগজপত্র সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অফিসের ভিতরে প্লাস্টিকের বোতলে পেট্রোল থাকা একটি বোতল দেখতে পায়। ধারণা করা হচ্ছে দূষ্কৃতিকারীরা বোতলে পেট্রোল ভরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংক মাগুরা এরিয়া ম্যানেজার মিহির কান্তি জানান, অফিসের আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র সহ আসবাবপত্র পুড়ে গেছে। অফিসের একটি জানালা কিছুটা নরমাল ছিলো। দড়ি দিয়ে বেধে রাখা ছিলো, সেটি কেটে জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে।

মাগুরা জেলায় তাদের ১১টি শাখা রয়েছে। তারমধ্যে মহম্মদপুর সদরে একটি। যা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

পড়ুন- আখাউড়ায় তিতাসের জলে ভেসে উঠল অর্ধগলিত লাশ

দেখুন- কক্সবাজারে স্পা সেন্টারের আড়ালে চলছে অনৈতিক ব্যবসা! | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন