মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের ৪৭কি.মি অংশের কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারি মাসে এবং শেষ হবার কথা ২০২৬ সালের জানুয়ারি মাসে। এরইমধ্যে নড়াইল জেলা অংশের কাজ শেষ হলেও মাগুরার অংশের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছে মানুষজন। সড়কের বাঁক সরলীকরণ কাজের অনেক জায়গায় মোড় থাকার কারণে ঘটছে দূর্ঘটনা। দ্বিতীয় মেয়াদেও জমি অধিগ্রহণ না হবার কারণে কাজ থেমে আছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে রাস্তার কাজ আটকে থাকার কারণে যাতায়াত ভোগান্তি বাড়ছে। প্রায়ই ঘটনা প্রাণহানির মত দূর্ঘটনা। এছাড়াও যাত্রীবাহী গাড়িতে দূর্ঘটনা ঘটছে। মাগুরার ধলহরা থেকে শত্রুজিৎপুর বাজার এলাকা ও বেরইল পলিতা এলাকার প্রায় ১০ কিমি রাস্তা এখন খানাখন্দে ভরা। রাস্তায় যাত্রীবাহী গাড়ি, ভ্যানগাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে।
রাস্তায় চলাচলের সময় একাধিক রোগীরা জানায়, রাস্তা খানাখন্দ ভরা এবং বড় বড় গতের কারণে রাস্তায় চলাচলে ঝাঁকি লাগে। এতে বেশি সমস্যায় পড়ছে প্রসূতি নারী সহ বয়ঃবৃদ্ধ ব্যাক্তিরা। মাগুরা শহরে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষদের। তাই রাস্তা বাঁক সরলীকরণ সহ সংস্কারের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকষণ করেন স্থানীয়রা।
এবিষয়ে মাগুরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল জানান, জমি অধিগ্রহণ সহ রাস্তার বাকি অংশের কাজ যাতে শুরু হয় এজন্য নতুন করে ঠিকাদার নিয়োগ কারা হবে। বাকি অংশের সমস্ত কাজ যাতে দ্রুত হয় এজন্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে।
পড়ুন- জয়পুরহাটে দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
দেখুন- চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে: নৌপরিবহন উপদেষ্টা


