আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা করেছে মাগুরা-২ আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের। শুক্রবার বিকালে মাগুরা সদরের শত্রুজিৎপুর হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় অধ্যাপক এমবি বাকের বলেন, দাঁড়িপাল্লা এখন শুধু জামায়াত আর শিবিরের মার্কা নয়, দাঁড়িপাল্লা এখন আঠারো কোটি মানুষের মার্কা। আগামীতে জামায়াতকে বিজয়ী করতে মাগুরা-২ আসনে দাড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি।
জনসভায় শত্রুজিৎপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক মারুফ কারখী, শ্রী উত্তম কুমার, শ্রী প্রনয় কুমার সহ শিবির নেতা জোবায়ের হোসেন, ও স্থানীয় কয়েকশ জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : মাগুরা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী পথসভা


