১৪/০১/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় ৬৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্দ্যোগে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে মাগুরা নোমানি ময়দান অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা দেয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমিন উদ্দিন আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: সিবগাতুল্লাহ।

এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমির এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন।

শিবিরের জেলা সেক্রেটারি মো: জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জান, মাগুরা শহর জামায়াতের আমির অধ্যাপক আশরাফুল আলম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু সাবেক জেলা সভাপতি মাওলানা কাজী মারুফ কারখী।

এছাড়াও অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মাসুদুর রহমান, মো: ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম।

কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: সিবগাতুল্লাহ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন