আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ। তারা অভিযোগ করেন, সরকার সেই পথেই এগোচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।
জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার চলাকালীন তাদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, শ্রমিক নেতা মশিউর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ মাওলানা ওসমান গণি সাইফি, আবু হানিফ বিন মোহর, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


