আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, দোয়াসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) মাগুরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ।
দুপুরে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম খান, আলোক বোস, এড. সঞ্জয় রায় চৌধুরী, মোঃ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মতিন রহমান (নাগরিক টিভি) প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্র বাহীনির আক্রমণের চাপে পাক সেনারা মাগুরায় টিকতে না পেরে ফরিদপুর হয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে। ৭ ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় মাগুরা শহর।
পড়ুন- গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতার পদত্যাগ
দেখুন- জামিন পেলো পাবনার সেই নারী


