১৪/০১/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই ) মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময়, একজন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য ০৫ বান টিন, দলদলি পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের ০১টি পানির ট্যাংকি, দলদলি পাড়া মন্দিরে ০১ টি হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ি ও বাঙ্গালিকে রেশন সামগ্রী এবং দলদলিপাড়া ও শ্মশানটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, ও এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফারিয়ার নেতৃত্বে প্রায় ৩০০ জন পাহাড়ি ও ২০০ জন বাঙ্গালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয় জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

পড়ুন: শ্রীবরদীতে মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন