১৪/০১/২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা(৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা(৩১) নামে এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রাম গামী একটি শান্তি পরিবহন টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছলে মাটিরাঙ্গা গামী একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে দিবালা ত্রিপুরা(৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়। পরে উভয় কে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যব্যরত ডা. দিবালা ত্রিপুরা কে মৃত ঘোষণা করে। চালক কে উন্নত চিকিৎসা প্রদান করা হয়।

তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহন ও মোটরসাইকেল কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মটর বাইক কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে খেজুর চাষে সফল কৃষি উদ্যোক্তা নুরুল আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন