জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মাদারগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় মিয়া পৌর এলাকার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার হাসান ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান , সকালে পৌর ভবনের নির্মাণাধীন গেটের ছাদের ওপর কাজ করছিল হৃদয় মিয়া। কাজ করার সময় হঠাৎ একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন হৃদয়। হৃদয় এসময় গুরুতর আহত হলে বিষয়টি টের পেয়ে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পড়ুন- মানবিকতার উষ্ণতায় জামালপুরে শীতার্ত মানুষের পাশে ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতি
দেখুন- তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণ বিধি লঙ্ঘন হবেনা: সালাহউদ্দিন


