সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করেছেন।এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে।
এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত নোটিশ মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর কাছে পাঠানো হয়।
নোটিশটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত।
এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবদল নেতা ফারুক হোসেন বেপারীর বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পড়ুন- জয়পুরহাটে বিএনপি-জামাতসহ ৭জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ


