21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মাদারীপুরের বোরো ধানের বাম্পার ফলন

মাদারীপুরে চলছে বোরো ধান কাটার ধুম। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এ বছর বোরো ধানের  বাম্পার ফলন হয়েছে। বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের চাষীরা। বৈশাখের শুরু থেকেই পুরোদমে চলছে ধান কাটা আর মারাই।

বোরো ধানের ভান্ডার মাদারীপুর। তবে,চৈত্রের শেষে শিলাবৃষ্টি আর ঝড়ের শঙ্কায় ছিলেন কৃষকরা।কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। চোখ মুখে খুশীর ঝিলিক কৃষকের। তবে জমি আবাদে খরচ বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় তারা।

বোরো ধানের বাম্পার ফলন
বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

অতিরিক্ত তাপপ্রবাহে জেলার কিছু জমির ধান নষ্ট হলেও কৃষক ক্ষতির মুখে পড়বে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে মাদারীপুর জেলায় ৩৩ হাজার ৭৫১ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। সময়মতো ফসল ঘরে তুলতে পারলে ১ লাখ ৪৫  হাজার ৯২১ মেট্রিক টন চাল উৎপাদন হবে আশা কৃষি বিভাগের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন