ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় অয়ন দাশ (২০) ও পার্থ শীল (২০) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় সীমান্ত(২০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১ টার দিকে এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কে বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন শিবচরের পাচ্চর ইউনিয়ন গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে ও পার্থ একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে কলেজে প্রি টেষ্ট পরীক্ষা দিয়ে একটি মোটরসাইকেল যোগে তিনিজনে বাড়িতে ফিরছিলেন। এসময় তারা এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং এর উপর পরে যায়। এসময় ঘটনাস্থলে অয়ন মারা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসলে সেখানে পার্থ মারা যায়। সিমান্তর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: তমাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।