25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মাদারীপুর শহরে অর্ধ শতাধিক ছিনতাই-ডাকাতি

মাদারীপুরের বিভিন্ন স্থানে বাড়ছে ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত শুধু অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।

বেশ কয়েকদিন আগে মাদারীপুর শহরের পুরাতন কোর্ট এলাকার পুলিশ সুপার মার্কেটে আবুল হোসেন মৃধা নামের এক দোকানির দোকানের টিনের চালা কেটে নগদ অর্থসহ বেশ কিছু মালামাল চুরি হয়। শুধু আবুল হোসেন মৃধার দোকানে নয় তার পাশের মুদি দোকান, লালনা রেস্টুরেন্টে চুরির ঘটনাও ঘটেছে।

এদিকে লেকেরপাড়ে শাকসবজি বিক্রিতা মোতালেবকে ৩-৪ জন দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে সবজি ক্রয়ের টাকা ছিনিয়ে নেয়। একইভাবে ছিনতাইয়ের শিকার হন একটি ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ বেশ কয়েকজন। তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় চক্রটির সদস্যরা।

শহরের পৌরসভা, আমিরাবাদ, বাদামতলা, ইউআই স্কুল রোড, পুরান বাজার, রকেটবিড়ি, চৌরাস্তাসহ অন্তত ৩০টি স্থানে নিয়মিত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। প্রতিদিনের এমন ঘটনায় আতংক বিরাজ করছে ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক,পথচারী,সাধারণ মানুষের মাঝে।

ভুক্তভোগী ও মাদারীপুরের সাধারণ মানুষ বলছে, পুলিশের কার্যক্রম কম থাকায় দিন দিন চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে। এরকম চলতে থাকলে ব্যবসা বানিজ্য চলাফেরা করা অসম্ভব হয়ে পরবে।

এদিকে মাদারীপুর পুলিশ সুপার সাইফুজ্জামান নাগরিক প্রতিনিধিকে জানিয়েছে, মাদারীপুরবাসীর নিরাপত্তায় পুলিশ কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে পুলিশকে কঠোর নিদের্শ দেওয়া হয়েছে।  আশা করছি, এই চুরি-ছিনতাইয়ের ঘটনা খুব শিগগিরই কমে আসবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন