১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে গভীর রাতে আগুনে পুড়ল সুতা তৈরীর কুনিং কারখানা

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে মেসার্স আফরিনা ট্রেডার্স এর সুতার তৈরীর কুনিং কারখানা ও গোডাউন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার মাধবদীতে মহিষাশুড়ার ইউনিয়নে আটপাইকা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাধবদী বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান।

স্থানীয়রা জানান, গভীর রাতে সুতার গোডাউন ও কারখানায় আগুনের লেলিহান দেখেন। প্রথমে স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে সুতা, ববিন ও কুনিং মেশিন সহ মালামাল ভূস্মীভুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত মালিক মোঃ খোরশেদ আলমের স্বজনরা জানান, তার মেসার্স আফরিনা ট্রেডার্সে নামে প্রতিষ্ঠানটি একমাত্র ভরসা ছিল খোরশেদ আলমের। আজ আগুনে পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। এঘটনায় প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা। তবে মোঃ খোরশেদ আলম এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

মাধবদী বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, তিনি রাত ৩ টা ৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থল যায়। পরে দুটি ইউনিটের ফায়ার কর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘন্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে স্টেশন ফিরেন। এ ঘটনায় কোন হতাহত নাই, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। ক্ষয়তির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পড়ুন : মাধবদীতে ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন