১৫/০১/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর মানবিক সহায়তা প্রদান

নরসিংদীর মাধবদীতে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর মানবিক সহায়তা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয় মার্নিংসান ইন্টারন্যাশনাল স্কুলে সহায়তা প্রদান করা হয়।

এ কর্মসূচীতে হৃদয়ে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন রহমান, কোষাধ্যক্ষ মশিউর রহমান ফারুক ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার সহ মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচীতে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে কম্পিউটার, এক শিক্ষার্থীকে সেলাই মেশিন এবং অসহায় পরিবারের এক শিশুর চোখের অপারেশনের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়। এ সময় মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শাহরিয়া হোসেন রনি বলেন, “স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি। এখন বেসিক শিখে গ্রাফিক্স শিখছি। আমার কম্পিউটার বিশেষভাবে প্রয়োজন ছিল। আজ ‘হৃদয়ে বাংলাদেশ’ এর স্যাররা আমাকে কম্পিউটার উপহার দিয়েছেন। আমি অনেক খুশি। সবার জন্য দোয়া করি।”
এ সময় তার মা রাবেয়া বেগম আবেগ আপ্লুত হয়ে ছেলের দিকে তাকিয়ে ছিলেন। তিনি বলেন, “আমার দুই সন্তানের একজন মারা গেছে। আমার একমাত্র স্বপ্ন ও ভবিষ্যৎ শাহরিয়া হোসেন রনি। মানবিক সহায়তা পেয়ে আমি কেঁদে ফেলেছি। সবার জন্য দোয়া করি, সেই সঙ্গে রনির জন্যও দোয়া চাই।” যেন সে ভালো কিছু করতে পারে।

‘প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, “হৃদয়ে বাংলাদেশ- ‘পড়বে সবাই, ঝরবে না কেউ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১১ সাল থেকে প্রতি মাসের ৭ তারিখে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন দেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছি। এরই ধারাবাহিকতায় আমরা সম্লিত অর্থের মাধ্যমে মানবিক কর্মসূচী পালন করে থাকি।”

তিনি আরও বলেন, “আজ যার হাতে কম্পিউটার তুলে দেওয়া হলো— রনি আমাদের ‘হৃদয়ে বাংলাদেশ’-এর গর্বিত সদস্য। তাকে শিক্ষা উপকরণও দেওয়া হয়েছে। তার কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে পারবে, এই চিন্তা করেই আমরা তাকে উপহার দিয়েছি।” “এছাড়া এক শিক্ষার্থীকে সেলাই মেশিন ও আরেক পরিবারের সন্তানের চোখের অপারেশনের জন্য নগদ টাকা সহায়তা করা হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : মাধবদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন