শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতি। সংস্থাটির উদ্যোগে জামালপুরে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জাগরণী বাজার রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্তদের হাতে উষ্ণ কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইটাইল ইউনিয়ন সমিতির স্বেচ্ছাসেবক ও বেঙ্গল টেক্সের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান জুয়েল এবং ঢাকা উত্তরার টিএনটি ডিরেক্টর সোহেল রানা।
আলহাজ রফিকুল হোসেন সরকারের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জুয়েল, সোহেল, রফিকুল ইসলাম , আসলাম হোসেন , শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে স্বস্তি এনে দেয় বলে জানান।
পড়ুন- খুলনায় ভোটের মাঠে পাঁচ হেভিওয়েট, সম্পদের হিসাবে স্ত্রীরাই এগিয়ে
দেখুন- তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা খু/ন, নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ


