১৫/০১/২০২৬, ০:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মানিকগঞ্জে ডিবির অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৪

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।

জানা গেছে, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র এসআই মোঃ আবুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ তানভীর খান (২৮), পিতা- মোঃ জহির খান, সাং- ঘোনাপাড়া, ২। আঃ ওহাব (৪৮), পিতা- সোনা মিয়া, সাং- যাদুরচর গোবিন্দল, ৩। মোঃ লাভলু মিয়া (৩৫), পিতা- নুরু বেপারী, সাং- বাড়াই ভিকরা, ৪। মোঃ সোহেল রানা (২৮), পিতা- মোঃ আসলাম হোসেন, সাং- ছোট কালিয়াকৈর।

এছাড়াও ডিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সিংগাইর উপজেলার কাসেমনগর বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তানভীর খানের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, আঃ ওহাবের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, লাভলু মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং সোহেল রানার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন: মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন