আন্দোলনের পুরোটা সময় চুপ থেকে, সমালোচনায় বিদ্ধ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অবশেষে নীরবতা ভাঙলেন। বললেন, মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তবে আন্দোলনে যেতে নিজের মেয়েকে উৎসাহ দিতেন, জানান টাইগারদের সাবেক অধিনায়ক।
একটা সময় মাশরাফী বিন মুর্তজা মানেই ছিল ভালোবাসার আরেক নাম। সেই তিনিই এখন খলনায়ক হয়ে গেছেন বিশাল এক জনগোষ্ঠির কাছে। যদিও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর সমালোচনা ছিল নিত্যসঙ্গী।
দেশজুড়ে চলা আন্দোলনের মধ্যেও তার নীরব থাকা, দলের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে না পারার ব্যাপারটি নিয়ে তাকে তুলাধুনা করা হচ্ছে এখনও। নড়াইলে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। এই সবকিছু নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন সাবেক অধিনায়ক।
মাশরাফি জানিয়েছেন, দেশের এই ক্রাইসিস মুহূর্তে পাশে থেকে কিছু করতে না পারাটা আজীবন ভোগাবে এবং পোড়াবে তাকে।
মাশরাফী নিজে কিছু না করতে পারলেও নিজের মেয়েকে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যেতে উৎসাহ দিতেন বলেও জানান তিনি।
সাবেক অধিনায়কের ভাষ্য, তিনি ফেসবুক পোস্টে আটকে থাকতে চাননি। তিনি চেয়েছিলেন ছাত্রদের সঙ্গে বসে কথা বলতে। আলোচনার মাধ্যমে যেন কিছু একটা করা যায়। কিন্তু শেষ পর্যন্ত সেটাও পারেননি তিনি। সব মিলিয়ে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন মাশরাফী।