মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস জড়িয়েছেন তীব্র বাকযুদ্ধে। তার সাথে যোগ হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া তথ্য। প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া সংবাদ, ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে গোটা ইন্টারনেট দুনিয়ায়।
যার ফলে সত্য-মিথ্যা যাচাই করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন মার্কিন ভোটাররা। বিশেষজ্ঞদের ধারণা, এর প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে।
মার্কিন অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ারে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ হুবহু নকল করে ফোনে পাঠানো হয়েছে অডিও বার্তা যেখানে ভোটদানে নিরুৎসাহিত করা হয়। এছাড়াও, নির্বাচনি প্রচার চলাকালে ট্রাম্প এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়- প্রখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট ট্রাম্পের জন্য প্রচারণা চালাচ্ছেন। অথচ টেইলর সুইফট প্রকাশ্যে একজন কমলা হ্যারিস সমর্থক।
গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার একটি ভুয়া সংবাদমাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস একজনকে গাড়িচাপা দিয়েছেন। আবার সাম্প্রতিক সময়ে আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলার সময় তাকে গ্রেপ্তারের ভুয়া ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেই সব ছবি দেখে তার প্রতি সহানুভতিশীল হয়েছিলেন অনেকেই।
এই বিষয়ে বিশ্লেষকদের ধারণা, এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের পরিমাণ ভোটের দিন আরও বেড়ে যেতে পারে। আর এসব ভুয়া সংবাদের সরাসরি প্রভাব পড়তে পারে মার্কিন নির্বাচনে ফলাফলে।
এনএ/