আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজি ভাষার পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, তার মধ্যে একটি হলো বাংলা ভাষা।
আজ সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত হয় এই ব্রিফিংয়। সেখানে রায়ান বলেন, ‘অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি ৪ টি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশন্স নিউইয়র্ক শাখা। এই ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান এবং বাংলা।’
যুক্তরাষ্ট্রের মোট অভিবাসীদের একটি বড় অংশ থাকেন নিউইয়র্ক সিটিসহ এই রাজ্যের বিভিন্ন শহরে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, লোকজন গোটা নিউইয়র্কে ২ শতাধিক ভাষায় কথা বলেন। তার মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি ও তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষা রয়েছে। কিন্তু সেসবের মধ্যে বাংলা ভাষাক ভারতীয় ভাষা হিসেবে বেছে নেয়া হয়েছে।
এই বিষযে মাইকেল জে রায়ান বলেন, ‘আমি বুঝতে পারছি যে (ব্যালট পেপারের জন্য) অন্যান্য ভারতীয় ভাষাকে বাদ দিয়ে শুধু বাংলাকে বেছে নেয়ায় অন্যান্য ভাষাভাষী ভারতীয়রা হয়ত মনোঃক্ষুন্ন হয়েছেন, কিন্তু এটা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।’
এনএ/