১৪/০১/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মার্কিন অভিনেতা ব্রেট হান্না শুফোর্ড আর নেই

বিরল রোগে আক্রান্ত হয়ে ‘উইকড’ ও ‘দ্য লিটল মারমেইড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের থিয়েটার ও ব্রডওয়ে অভিনেতা ব্রেট হান্না-শুফোর্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর বয়স হয়েছিল। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় রবিবার (৪ জানুয়ারি) ডেডলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বিরল এবং প্রাণঘাতী রোগ টি-সেল লিম্ফোমা নামে ক্যানসার হয়েছিল ব্রেটের। একইসঙ্গে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়া রোগ হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) আক্রান্ত  হয়েছিলেন।

১৯৭৯ সালের ২০ মে টেক্সাসের বিউমন্টে জন্মগ্রহণ করেন অভিনেতা ব্রেট। ছোটবেলা থেকেই দ্য জিঞ্জারব্রেড কোম্পানির সঙ্গে অভিনয়ে যুক্ত ছিলেন। স্থানীয় কমিউনিটি থিয়েটার, আঞ্চলিক বিজ্ঞাপন ও ইন্ডি সিনেমায়ও অভিনয় করেছেন। এ অভিনেতা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’র মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক করেন। এরপর ডিজনি থিয়েট্রিক্যালের সঙ্গে কাজ চালিয়ে যেতে থাকেন। ব্রেটের অন্যান্য ব্রডওয়ে কাজের মধ্যে রয়েছে ‘উইকড’, ‘চিটি চিটি ব্যাং ব্যাং’, ‘অ্যা ওয়ান্ডারফুল লাইফ’, ‘দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস’, ‘অ্যামেজিং গ্রেস’ ও ‘সার্ক ডু সোলেইল প্যারামোর।’

এছাড়া ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ (২০১৩)-এও অভিনয় করেছিলেন অভিনেতা ব্রেট। পাশাপাশি ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’, ‘দ্য গুড ফাইট’, ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’, ‘অল মাই চিলড্রেন’ ও ‘গাইডিং লাইটিং’র পর্বেও দেখা গেছে তাকে।

পড়ুন- নতুন রূপে নজর কাড়লেন তাহসানপত্নী রোজা

দেখুন- বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন