মেয়েদের সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুনের দল।
রোববার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে একপেশে জয় তুলে নেয় বাংলাদেশ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করে দল।
প্রতিযোগিতার শুরুতে ভারতকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। এরপর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় তারা।
রোববারের ম্যাচে চতুর্থ মিনিটে সানিয়া ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। তবে অল্প সময়ের মধ্যেই দূরপাল্লার ফ্রি কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের দখলে চলে যায়।
প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চারটি গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার ও নৌশিন জাহানের গোলে বিরতিতে ৬-১ ব্যবধানে এগিয়ে যায় দল।
পড়ুন: চুয়াডাঙ্গায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন
আর/


