মালয়েশিয়ার লুমুত শহরে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের মাঝে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। ২৩ এপ্রিল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
দেশটির এই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। ৩ মে অনুষ্ঠিতব্য নেভি দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে এ সামরিক মহড়ার আয়োজন করা হয়। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ফুটেজে মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়।
রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার দুটির মধ্যে একটি সাতজন আরোহী নিয়ে একটি রানিং ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে। অপরটি তিনজন আরোহীসহ একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে মালশিয়ার নৌবাহিনী। নেভির পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন।