19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

‘নিজেদের স্বার্থে মালিকরা সাংবাদিকদের ঢাল বানায়’

মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়া পত্রিকা-টেলিভিশন বাজারে আনছেন।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন।

জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন।

পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদ শহীদদের জন্য শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নীরাবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সংস্কার সুরক্ষা স্বাধীনতা এই প্রতিপাদ্যে চলছে এ আয়োজন। নীতিনির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্প্রচার সংবাদ শিল্পের সংশ্লিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতেই সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিলো।

সম্মেলনের প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কেন কোন উদ্দেশ্য নিয়া মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন।

বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সকলেই।

এনএ/

আরও পড়ুন: এবার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের

দেখুন: শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন