25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২৬ প্রতিষ্ঠান

বাংলাদেশের ব্যাংকিং, পেমেন্ট এবং ফিনটক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর বিজয়ী হয়েছে ২৬  প্রতিষ্ঠান। “লিডিং বাই রেজিলিয়েন্স” শিরোনামে রাজধানীর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৮টি ক্যাটাগরিতে এ পুরষ্কার প্রদান করা হয়।

২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড।

শনিবার সন্ধ্যায় ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২৬ প্রতিষ্ঠান
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২৬ প্রতিষ্ঠান

এছাড়া গেস্ট অব অনার হিসেবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিত মওলাসহ  বাংলাদেশ সরকারের সচিববৃন্দ, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো যারা

এ বছর বিজয়ীদের মধ্যে চার শ্রেণিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক। সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তিন শ্রেণিতে পুরস্কার পেয়েছে। দুই শ্রেণিতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংক।

একটি করে পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, বিকাশ, ডাচ্‌-বাংলা ব্যাংক, এভারকেয়ার হাসপাতাল, গ্রামীণফোন, মীনা বাজার, প্রাইম ব্যাংক, আরএফএল বেস্ট বাই, ট্রান্সকম ইলেকট্রনিকস, শেয়ারট্রিপ, এসএসএল কমার্স ও বাংলাদেশ রেলওয়ের পেমেন্ট সেবা ‘সহজ’।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড

টিএ/

পড়ুন: দাবার বোর্ডেই অসুস্থ, গ্র্যান্ডমাস্টার জিয়া আর নেই

মাদক ব্যবসায় বাধা: মোহাম্মদপুরে প্রকাশ্যে হা*ম*লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন