বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
যদিও এই জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এখন পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা করেননি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র এই সুখবরটি জানিয়েছে।
এর আগে, গতকাল বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে পরিবারসহ দীপিকাকে দেখা গিয়েছে। জানা গেছে, তিনি সেই হাস্পাতালেই ভর্তি হন। এবং তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষা করছিলেন।
কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেন এই তারকা দম্পতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সে তার অনুরাগীদের জানিয়েছিলেন যে সে সেপ্টেম্বরেই মা হতে পারেন।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।