শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার মিরপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড মি. ডিআইওয়াই তাদের তৃতীয় স্টোরের উদ্বোধন করেছে।
প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই স্টোরটি মিরপুর এলাকাবাসীর বাসিন্দাদের হোম ইম্প্রুভমেন্ট সংশ্লিষ্ট প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করবে বলে জানায় মি. ডিআইওয়াই কর্তৃপক্ষ।
এই স্টোরটিতে দশটি ক্যাটাগরিতে বিভিন্ন পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে: হার্ডওয়্যার, হাউজহোল্ড, ইলেকট্রিক্যাল, ফার্নিশিং, গাড়ির অ্যাকসেসরিজ, স্টেশনারি, খেলনা সহ আরও নানান ক্যাটাগরি। সব পণ্যই কেনা যাবে কমদামে।
উদ্বোধনী অনুষ্ঠানে মি. ডিআইওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার বলেন, মিরপুরে আমাদের তৃতীয় স্টোর চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের শুরুতে চালু হওয়া আমাদের প্রথম দুটি স্টোর নিয়ে ক্রেতাদের ইতিবাচক সাড়াই আমাদের এই স্টোর শুরু করতে অনুপ্রাণিত করেছে। নতুন স্টোরটিতে ক্রেতাদের জন্য থাকবে সাশ্রয়ী মূল্যে, গুণগত মানের নানান পণ্য।
নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে, ২৫ থেকে ২৭ অক্টোবর নানা আয়োজন রেখেছে মি. ডিআইওয়াই। বিস্তারিত জানতে আগ্রহীদের মি. ডিআইওয়াই-এর ফেসবুক পেজ ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টারে এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশে প্রথম স্টোর চালু করে মি. ডিআইওয়াই; এরপর দ্বিতীয় স্টোর চালু করা হয় যমুনা ফিউচার পার্কে।
মালয়েশিয়ার বিখ্যাত রিটেইল ব্র্যান্ড মি. ডিআইওয়াই, ২০০৫ সালে হার্ডওয়্যার স্টোর হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে, এশিয়া ও ইউরোপে ৪ হাজারেরও বেশি স্টোর রয়েছে এই ব্র্যান্ডের।