26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

মিরপুর টেস্ট থেকে বাদ সাকিব

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২১ অক্টোবর। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে দলেও রাখা হয়েছিলো। তবে নিরাপত্তাজনিত কারণে সাকিবের আর দেশে আসা হচ্ছে না।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) নতুন করে হাসান মুরাদকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

এই তরুণ বাঁ-হাতি স্পিনার প্রথম শ্রেণির ক্যারিয়ারে বেশ সমৃদ্ধ। ৩০ ম্যাচে ১৩৬টি উইকেট শিকার করেছেন তিনি।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হেড কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন