১৩ ডিসেম্বর-২০২৫ শনিবার শহরের স্টেশন রোড মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও দিনাজপুর সদর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকশেদ আলী মঙ্গোলিয়া। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক মোঃ কবিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের দিনাজপুর জেলা, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।


