মুন্সিগঞ্জের সদরে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর নামে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৭টার দিকে চরডুমুরিয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়ার খবির মীরের ছেলে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। আহত আরিফকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পড়ুন: শহীদ নূর হোসেন দিবস আজ
আর/


