১৪/০১/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

৫ দফা দাবিগুলো হলো- গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো, যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা, গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে, গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহ সভাপতি রশিদ আহমদ, সহ সভাপতি গোলজার হোসেন, আমার দেশের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, অধিকার মুন্সিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আরাফাতুজ্জামান বাবু, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দীন সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শিহাব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সাংবাদিক ফয়েজ আহমেদ, মো. জহিরুল হাসান সুবীর প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: মুন্সিগঞ্জে পত্রিকা বন্ধের হুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

দেখুন: মুন্সিগঞ্জ হলো ধানের শীষের মেলা: রিজভী

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন