মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ইকো কনটেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির মালিকানাধীন ২৯.৩১ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রবিবার (২২ জুন) বিকেলে শিমুলিয়ার ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
প্রকল্প পরিকল্পনায় রয়েছে নদীজীব বৈচিত্র্য নিয়ে একটি রিভার মিউজিয়াম, ইকো রিসোর্ট, সুইমিং পুল, শিশুদের জন্য কিডস জোন এবং ঐতিহ্যবাহী ফেরিঘাট পুনঃস্থাপন। উপদেষ্টা জানান, নির্ধারিত এলাকায় পোর্ট নির্মাণ করা হবে এবং আশপাশের জায়গায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কনটেইনার পোর্ট নির্মাণে মূলত সরকারি অর্থায়নের পরিকল্পনা রয়েছে। তবে পর্যটন অংশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সুযোগ থাকবে।
এনএ/


