মুন্সীগঞ্জে অধিকার আয়োজিত ‘তরুণদের জন্য মানবাধিকার রক্ষা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা সার্কিট হাউজের হলরুমে এ কর্মশালা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) মাহমুদুর রহমান খন্দকার, জাতি সংঘের স্টাফ মো. জাহিদ, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, সিনিয়র রিসার্চার তাসকিন ফাহমিনা, জেলা সমন্বয়কারী আরাফাত উজ্জামান।
এ কর্মশালায় অংশগ্রহণ করেন স্কুল ও কলেজে ২০ জন ছাত্রছাত্রী। এরআগে বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সংবাদিকদের সঙ্গে অধিকারের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।
এদিকে জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অধিকারের আয়োজনে একটি র্যালী করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, সিনিয়র রিসার্চার তাসকিন ফাহমিদা প্রমুখ।
এনএ/


