জুলাই হতায় মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে আদালত। মঙ্গলবার( ১ জুলাই) সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ ৪ আগস্ট সজল হত্যা মামলায় তাকে হাজির করানো হয় জামিন শুনানীর জন্য। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সজীব দে ফয়সাল বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান জামিন না মঞ্জুর করে এবং ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এসময় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ ও অ্যাডভোকেট আবুল হাসান মৃধা।
এসব তথ্য নিশ্চিত করেন অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ । তিনি বলেন, সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে আদালতে জামিন শুনানীর কার্যক্রম পরিচালিত হয়। এর আগে আদালতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ৪ আগস্ট সজল হত্যা মামলায় ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করানো হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এবং আদেশের পরপরই তাকে জেলে নিয়ে যাওয়া হয়।
এর আগে সোমবার (৩০ জুন) তাকে ঢাকার কেরনিগঞ্জ কারাগার হতে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে ফয়সাল বিপ্লবের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল ও ছাত্রদল।
ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে ঢাকার আদালতে প্রেরণ করা হলে গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুর নিহত হন এবং আহত হন শতাধিক ছাত্র-জনতা।
পড়ুন: ঝিনাইদহ শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
দেখুন: চার দিন ঘুরে স্থপতি ইমতিয়াজের ম*রদেহ পেলেন স্বজনরা
ইম/


