১৪/০১/২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের থানারপুল এলাকায় জেলা কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এরআগে দুপুর থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে বিকেল ৪ টার দিকে সমাবেশ শুরু হতেই প্রধান সড়কের একপাশে নেতাকর্মীদের উপস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তব্য দেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন।
এছাড়াও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর বাদশা সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, এ আসনে দলের ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের পরিবর্তে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দিতে হবে। এ দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সমাবেশ শেষে থানারপুল এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি খালইষ্ট, পুরাতন কাচারি, প্রধান বাজার, মালপাড়া হয়ে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয়। আগামীকাল মুক্তারপুর এলাকায় মশাল মিছিলেরও ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই মনোনয়নবঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থকরা সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ার জ্বালিয়ে বøকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশসহ নানা কর্মসূচি চালিয়ে আসছেন।

পড়ুন- কুড়িগ্রামে চাইল্ড নট এ ব্রাইড প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

দেখুন- কক্সবাজারে ফুল বাগান দেখে মুগ্ধ দেশি-বিদেশি পর্যটকরা |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন