২৯/০১/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৃত্যুর কাছে হার মানলো বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর দুর্জয়

রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর দুর্জয় দাশ (১৪) মৃত্যুর কাছে হার মানলো। রোববার (২৫ জানুয়ারি) ভোররাত ৩টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে দুর্জয়।

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্জয় দাশ রিজার্ভবাজার শুঁটকি পট্টি এলাকার সুজিত দাশের ছেলে। চার বোন, এক ভাইয়ের মধ্যে দুর্জয় দাশ সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রিজার্ভবাজার শুঁটকি পট্টি এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতন আহত হন দুর্জয় দাশ। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুর্জয়ের শরীরের বৃহৎ অংশ ঝলসে যায়। তাৎক্ষনিক দুর্জয়কে উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দুরন্ত কিশোর।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের রাজবাড়ি মহাশ্মশানে দুর্জয় দাশের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

রিজার্ভবাজার মনসা-কালী মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক রকি নাথ জানান, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক ঘটনা। এক দুরন্ত শিশু অকালেই ঝরে গেল। আজ দুপুরে রাজবাড়ি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।

পড়ুন- আমরা এদেশে উদারপন্থী গণতন্ত্র চাই নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই: মির্জা ফখরুল

দেখুন- রূপগঞ্জে সকল প্রার্থীদের নিয়ে প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন