18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। ঠান্ডা আর হিমালয়ের হিমশীতল হাওয়ায় বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে এ জেলার জনপদ।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, গত তিন ধরে রাতে মনে হচ্ছে তাপমাত্রা যেন জিরোতে নেমে আসছে। এতো ঠান্ডা, গায়ে চার পাঁচটা কাপড় পরলেও শরীর গরম হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। কৃষকরা টানা শীত ও কুয়াশার কারণে রবি শস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন।

এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এখনো এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এনএ/

আরও পড়ুন: চুয়াডাঙ্গা কাঁপছে মৃদু শৈত্যপ্রবাহে, তাপমাত্রা ৮.৭ ডিগ্রি 

দেখুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন