24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা ও সাংবাদিকদের সুরক্ষা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপির।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রথমে মোরিসিও ক্রুজ সোলিস নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। সোলিস একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যে প্যাট্রিসিয়া রামিরেজ নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা হয়। প্যাট্রিসিয়া একটি পত্রিকার বিনোদন প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনার পর মেক্সিকোতে সাংবাদিকদের ওপর সহিংসতা এক নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। লাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মেক্সিকো সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত।

মেক্সিকোতে সাংবাদিকদের সুরক্ষার দাবি এখন ধীরে ধীরে জোরালো হচ্ছে। বিশেষ করে, যখন মেক্সিকোতে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনা আরও কঠিন হয়ে উঠছে।

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউম দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম সাংবাদিক হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন