19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা

সারাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ১৩২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মেডিএইম কোচিং সেন্টার। ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এ এফ মহিউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম জি সাকলায়েন রাসেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিষ্টার ডা. মাহমুদুল হক জনি ও ডা. মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিএইমস কোচিং সেন্টারের চেয়ারম্যান ড. বনি আমিন অপু, সঞ্চালনা করেন সিইও তাওহিদুর রহমান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন