রাজধানীর পল্লবীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগটি আগের, হাতেনাতে ধরা পড়ার কোনো বিষয় ছিল না।
তবে পল্লবীর বেগুনটিলা বস্তিতে রাত আনুমানিক ২টার দিকে বস্তিবাসী জড়ো হন। পরে অভিযুক্ত বাবাকে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশে তুলে দেয়া হয়। একপর্যায়ে শেষরাতের দিকে অভিযুক্ত বাবাসহ ভুক্তভোগী মেয়েকে থানা হেফাজতে নেয়া হয়।
পল্লবী থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি আপন বাবার বিরুদ্ধে, একেবারেই স্পর্শকাতর। প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু হওয়ার পর বৃহস্পতিবার এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
দেখুন: এক মেয়েকে বিয়ে করলেন আরেক মেয়ে!
ইম/