28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

ফুটবল জাদুকর লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন বাকি ২ স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ। অন্য গোলটা এসেছে আলভারেজের বদলি নামা থিয়াগো আলমাদার পা থেকে। এ জয়ের সুবাদে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অবস্থান আরও শক্ত হল আর্জেন্টিনার।

চোট থেকে ফিরে এসে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামে মেসি। পুরো ম্যাচ জুড়েই তার স্বভাবসুলভ সৃষ্টিশীল ফুটবল এদিন নজর কাড়ে। ৩ গোল এবং ২ অ্যাসিস্টের সুবাধে বলিভিয়াকে উড়িয়ে দেয়ার নায়ক তিনিই।

১৯তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেন মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

ম্যাচের ৪৩ মিনিটে মেসির ক্রস থেকে গোল করে স্কোর ২-০ করেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে আবার মেসির অ্যাসিস্ট। এবার তার বানিয়ে দেওয়া বলে স্কোর ৩-০ করেন হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ছিল। ৪র্থ গোলের জন্য স্বাগতিকদের খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ৭০ মিনিটে বদলি হয়ে নামা থিয়াগো আলমাদা নাহুয়েল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি তুলে নিয়েছেন।  তারপর তো দর্শনীয় পারফরম্যান্স আর স্বভাবসুলভ দক্ষতায় ৮৪ ও ৮৬ মিনিটে আরও দু’বার জালে বল পাঠান মেসি। তুলে নেন হ্যাাটট্রিক।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিকের রেকর্ডও এখন মেসির দখলে।

ম্যাচ শেষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন