শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পাশাপাশি চট্টগ্রামে মেহজাবীনকে মারধর করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে! অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের লুক, যা তিনি মাসখানেক আগে শেয়ার করেছি।
এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, সুস্থ আছেন বলে জানান।
মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’
শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পাশাপাশি চট্টগ্রামে মেহজাবীনকে মারধর করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে! অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের লুক, যা তিনি মাসখানেক আগে শেয়ার করেছিলেন।
বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীনবাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, সুস্থ আছেন বলে জানান।
মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’
এরপর তিনি বলেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’
সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার।’
মেহজাবীনের সেই পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সারাদিন অনেক টেনশনে ছিলাম, যাক এখন একটু স্বস্তি পেলাম।’ আরেক অনুরাগীর বলেন, ‘আপনি সাবধানে পৌঁছেছেন এটা জানার পর ভালো লাগছে। ভালো থাকুন সবসময় আপনি।’
অন্যদিকে, চট্টগ্রামে আসলে কী ঘটেছিল, তা এখনও স্পষ্টভাবে বলছেন না মেহজাবীন কিংবা ওই শো-রুমের সংশ্লিষ্ট কেউই! এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব্যবস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা উনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’।
প্রসঙ্গত, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি।