মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে তালহা (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
তালহা গাংনী উপজেলার আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।
তালহার পরিবার সূত্র থেকে জানা যায়, কিছুদিন আগে তালহা ও তার মা গাংনী উপজেলা এলাঙ্গী গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়।
নানা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় সে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। এরপর বেশ কিছু সময় তালহাকে বিভিন্ন স্থানে সন্ধান করেও খুঁজে পাওয়া যায়নি।
পরে পরিবারের সদস্যরা তাকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করে।