১৪/০১/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরের কৃতি সন্তান মো. মিল্টন হোসেনের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি

বাংলাদেশের বিচারব্যবস্থায় এক গর্বের খবর এসেছে মেহেরপুর থেকে। দেশের জুডিসিয়াল সার্ভিসের ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজ জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন। এই তালিকায় মেহেরপুরের কৃতি সন্তান মো. মিল্টন হোসেনও স্থান পেয়েছেন। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (গ্রেড-২) হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বুধবার(২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি প্রাপ্ত বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে। পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের মাধ্যমে বিচারব্যবস্থায় আরও দক্ষতা ও স্বচ্ছতা আনার প্রত্যাশা করা হচ্ছে।

মো. মিল্টন হোসেন দীর্ঘদিন ধরে বিচার ক্ষেত্রে নিজস্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার সততা, দায়িত্ববোধ এবং মানুষের সঙ্গে ন্যায্য আচরণের কারণে স্থানীয় জনগণ ও সহকর্মীরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্থানীয় আইনজীবী ও সমাজসেবীরা তাকে মেহেরপুরের গর্ব হিসেবে অভিহিত করেছেন।

পদোন্নতির পর মো. মিল্টন হোসেনের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত মহানগর দায়রা জজ, বরিশাল। এই পদায়ন তাকে দেশের বিচারব্যবস্থায় আরও বড় দায়িত্ব ও সুযোগ এনে দেবে। স্থানীয় পর্যায়ে এটি এক প্রেরণার সংবাদ, বিশেষ করে যুব আইনজীবী ও ছাত্রদের জন্য, যারা বিচার ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন।

মেহেরপুরবাসীর মধ্যে এই পদোন্নতি স্থানীয় গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও মো. মিল্টন হোসেনের এই সাফল্যকে উদযাপন করেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছে।

মো. মিল্টন হোসেনের এই পদোন্নতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং মেহেরপুরের সমগ্র জনপদের জন্য গর্বের বিষয়। স্থানীয় মানুষ আশা করছেন, তার নেতৃত্ব ও যোগ্যতা দেশের বিচারব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং ন্যায়বিচারের মান উন্নত করবে।

পড়ুন- কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

দেখুন- ড্রোন প্রযুক্তি আরো উঁচুতে তুলেছে ইরানকে |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন