মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে গলায় ফাঁস দিয়ে আফরোজা খাতুন (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন মিরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আজিজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বসতবাড়ির ঘরের চালার বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আফরোজা। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও পারিবারিক সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন


