সীমান্তের নজরদারি ফাঁকি দিয়ে পাচার হচ্ছে মাদক। নেই পুলিশের তৎপরতা। তাই মেহেরপুরে বাড়ছে মাদকের প্রকোপ।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। সাম্প্রতিক পুলিশি তৎপরতা বেশ কম। ফলে মাথা চাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। গাংনী, সদর, বাজিতপুর এবং মুজিবনগর উপজেলায় বেড়েছে মাদক চোরচালান।
ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে অনেকে। তারপরেও কমছে না মাদক সেবন। পুলিশি তৎপরতা বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা।
পরিচয় না প্রকাশ শর্তে এক মাদক ব্যবসায়ী বলছেন ব্যবসায় জড়িত আছে পুলিশ ও বিজিবি।
পুলিশ বলছেন তাঁদের তৎপরতা অব্যাহত আছে।
শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরো গুরুত্ব দিবে আশাবাদী স্থানীয়রা।