২৬/০১/২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
22 C
Dhaka
২৬/০১/২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ জন আটক,মাইক্রো জব্দ

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে সেনাবাহিনীর অভিযানে মাইক্রো গাড়িতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বেলা এগারোটার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাইক্রো ড্রাইভার মোনাখালী গ্রামের সোহেল রানা ছেলে ইজারুল হক, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলাম এর ছেলে সেলিম রেজা। এ সময় ঢাকা মেট্রো চ -১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোসহ গাড়িতে থাকা অস্ত্রসমূহ জব্দকরা হয়।


জব্দকৃত অর্থ সমূহের মধ্যে রয়েছে চারটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যাকাইভার যন্ত্র, ক্যামেরা ও চার্জার ।

জানা যায়, মেহেরপুর শহরে হোটেল বাজার মোড়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় সেনাবাহিনীর অভিযান চলাকালে অস্ত্রসহ এই তিনজনকে মাইক্রো গাড়িতে পাওয়া যায়। পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশ এসে তাদেরকে আটক করে এবং আটকৃত মালামাল জব্দ করা হয়।

আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশের এসআই বিএম রানা জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য আজ মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্বাচনী জনসভা চলছে।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

দেখুন- তারেক রহমানের সমাবেশকে ঘিরে গাজীপুরে চলছে প্রস্তুতি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন